চলতি বছর পর্যটকদের জন্য থাইল্যান্ড উন্মুক্তের সম্ভাবনা কম

|

চলতি বছর পর্যটকদের জন্য থাইল্যান্ড উন্মুক্তের সম্ভাবনা কম

আগামী বছরের পূর্বে চালু হচ্ছে না থাইল্যান্ডের পর্যটন। এমন আশঙ্কার কথাই জানিয়েছেন দেশটির পর্যটনমন্ত্রী চত্তন কুনজারা। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ২০২১ সালের পূর্বে হয়ত থাইল্যান্ড তার সীমান্ত খুলে দেবে না। খবর টেলিগ্রাফ।

খবরে বলা হয়েছে, সামনে আসতে যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বিদের সবথেকে বড় উৎসব বড়দিন। এ নিয়ে থাই মন্ত্রী বলেন, বড়দিন থাইল্যান্ডের পর্যটনের জন্য সবথেকে ব্যস্ত মৌসুম। তবে এটি এবার থাইল্যান্ডে জমছে না। আগামী ফেব্রুয়ারি মাসে চীনা নববর্ষ নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

করোনার প্রভাবে বিশ্বজুড়ে পর্যটন থেমে গেছে। এর প্রভাব পরেছে থাইল্যান্ডেও। দেশটি দারুনভাবে করোনার মোকাবেলা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও থাইল্যান্ডের প্রশংসা করেছে এ জন্য। একদম প্রথম দিকে ছড়ানো শুরু হলেও দেশটিতে মাত্র ৩ হাজার ৩৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫৮ জন। গত ৭৮ দিনে নতুন করে একজনও করোনা আক্রান্ত হয়নি সেখানে। তবে এ জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনীতি। বিশেষ করে পর্যটন খাত যেখান থেকে দেশটির জিডিপির ২০ শতাংশ এসে থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply