মালয়েশিয়ায় আটক ১৬ হাজার অভিবাসি নিজ দেশে ফেরার অপেক্ষায়

|

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে আটক বিভিন্ন দেশের ১৫ হাজার ৯৫৭ জন অভিবাসি তাদের নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। বছরের শুরু থেকে চলতি মাসের ১০ আগষ্ট পর্যন্ত বিশেষ অভিযানে ২১ হাজার ২৪১ জন আটক অভিবাসিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ২০১৯ সেরা সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন বলেন, দেশে পাঠানোর আগে তারা কোভিড-১৯ থেকে মুক্ত রয়েছে কী না তা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিজ নিজ দেশের সরকারের অনুমোদন নিয়ে ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে অনুমোদন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিলম্ব হচ্ছে। আটক অভিবাসিদের তাদের নিজ নিজ দেশের দূতাবাসের ডকুমেন্টেশন পাওয়ার পর ফেরত পাঠানো হবে।

হামজা বলেন, ইমিগ্রেশন বিভাগ চলতি বছরের শুরু থেকে গত সোমবার ১০ আগষ্ট পর্যন্ত ৪ হাজার ৭৬৪টি অপারেশন পরিচালনার মাধ্যমে ১৮ হাজার ৫৭৫ বিদেশী এবং ২৬৯ জন নিয়োগকারীকে গ্রেফতার করা হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply