বেঁচে গেলেন হাফিজ!

|

ইংল্যান্ডে করোনার নিয়ম ভেঙে নতুন বিতর্কে পড়েছিলেন পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। গত বুধবার জৈব নিরাপত্তা প্রটোকল ভেঙে গলফ খেলেন অপরিচিত এক বৃদ্ধার সঙ্গে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের করোনাবিধির পরিপন্থী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে দল থেকে আলাদা করে সেলফ আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছিল সাবেক এ অধিনায়ককে। ধারণ করা হচ্ছিল এমন কাণ্ডের কারণে হয় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও বাদ পড়ে যাবেন হাফিজ। কারণ, নিয়মানুযায়ী অন্তত পাঁচ দিন আলাদাই থাকতে হবে তাকে। এই সময়ের মধ্যে দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এলেই যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

কিন্তু এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ভাগ্যগুণে বেঁচে গেলেন হাফিজ। খুব বেশি ভোগান্তি পোহাতে হলো না তাকে। মাত্র ২৪ ঘণ্টার ভেতরেই পুনরায় যোগ দিতে পেরেছেন দলের সঙ্গে। স্বাস্থ্যপরীক্ষায় নেতিবাচক কিছু পাওয়া যায়নি, তাই পাকিস্তান দলের জৈব নিরাপত্তা বলয়ে ফের নিয়ে নেয়া হয়েছে তাকে। এখন আর কোনো ঝামেলা না পাকালে টেস্ট শেষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছেন মোহাম্মদ হাফিজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply