স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত ও অন্তত ১৫জন আহতের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। নিহত পারভেজের বাবা রোকা মিয়া কোতয়ালী থানায় শুক্রবার সন্ধ্যায় মামলাটি করেন।
এরপরই ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় কেন্দ্র তত্ত্বাবধায়কসহ পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে কেন্দ্রের তত্ত্ববধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদকে গ্রেফতারের পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া অন্যরা হলেন- সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, ফিজিক্যাল ইন্সট্রাকটর শাহানূর এবং ওমর ফারুক।
পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ১০ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পাঁচজনের সংশ্লিষ্টতা থাকার সতত্যা মিলেছে। এজন্য তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া ঘটনা তদন্তে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে শুক্রবার রাতে নিহত তিন কিশোরের লাশ হাসপাতাল মর্গ থেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় মামলার বাদী রোকা মিয়া বলেন, ‘সরকারি একটি শিশু সংশোধনাগারে এ ধরণের নির্যাতন ও হত্যাকাণ্ড অনভিপ্রেত। সন্তান হারিয়ে আমার পরিবার ভেঙে পড়েছে। সন্তান হত্যার ন্যায়বিচার পেতে মামলা করেছি। আশা করি, পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।’
Leave a reply