নিষেধাজ্ঞা যেদিন উঠে যাবে সেদিনই দলে ফিরবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের দলে ফেরা নিয়ে নানা জল্পনা-কল্পনার সমাপ্তি এক বাক্যেই টানলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিসিবির নির্ধারিত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। বিসিবি বস অবশ্য বলেছেন, সাকিবকেও অন্যদের মতো ফিটনেস টেস্টে পাশ করতে হবে। অস্ট্রেলিয়া বাদে স্থগিত হয়ে যাওয়া অন্য সিরিজগুলোর নতুন দিনতারিখ চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের তিনবার করোনা টেস্টে উত্তীর্ণ হতে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি।
লম্বা এক বিরতির পর শনিবার মিরপুর এসেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সবসময়ের মতো জাতীয় শোক দিবসের নির্ধারিত আয়োজনগুলো যথাযথ মর্যাদার সাথেই পালন করলো বিসিবি।
অনুষ্ঠান শেষে বোর্ড সভাপতি কথা বললেন গণমাধ্যমের সাথে। জানালেন, ২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। আর ঠিক সেদিনই বাংলাদেশ দলে ফিরবেন তিনি। করোনার দীর্ঘ বিরতির পর ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ দল ৩ টেস্ট খেলতে শ্রীলংকা সফরে যাবে। প্রথম টেস্ট তার একমাস পর ২৪ অক্টোবর। দিন তারিখের এসব হিসেবের সাথে বোর্ড সভাপতির কথা মিলেয়ে বলা যায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টই দলে থাকছেন সাকিব আল হাসান।
আগামী মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব। নিষেধাজ্ঞার কারণে অনুশীলনের জন্য পাবেন না বিসিবি’র কোন সুবিধা। তাই বিকেএসপিতে নিজের কোচদের কাছে থেকে শুরু করবেন ক্রিজে ফেরার প্রস্তুতি। নিয়মের কারণে এসব করতে হলেও, সাকিবের অপেক্ষায় কোটি ক্রিকেটপ্রেমীর মতো অধীর আগ্রহে সময়ে কাটাচ্ছে বিসিবিও।
বোর্ড সভাপতি জানিয়েছেন, করোনাকালে স্থগিত হওয়া সিরিজগুলোর মধ্যে অস্ট্রেলিয়া সিরিজ ব্যতীত অন্যসব সিরিজের নতুন দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।
জাতির জনকের ৪৫-তম শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিসিবিতে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নারের।
Leave a reply