ভারতে চলছে ৩টি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

|

ভারতে করোনাভাইরাসের ৩টি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। গবেষকদের সবুজ সংকেত পেলেই, শুরু হবে উৎপাদন ও সরবরাহ।

শনিবার দেশটির ৭৪তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির লাল কেল্লায় এ নিয়ে সপ্তমবারের মতো ভাষণ দেন মোদি। সেখানে তিনি বলেন, কীভাবে কম সময়ে-স্বল্পমূল্যে প্রত্যেক ভারতীয়র ঘরে করোনা ভ্যাকসিন পৌঁছানো যায় সেই রূপরেখা তৈরি রেখেছে সরকার।

প্রায় দেড় ঘণ্টার ভাষণে দেশের প্রতিরক্ষা নিয়েও কথা বলেন মোদি। বলেন- LOC থেকে LAC ভারতের সার্বভৌমত্বের দিকে যারাই চোখ তুলে তাকিয়েছে। তাদের উপযুক্ত জবাব দিয়েছে সেনারা। তার দাবি, সীমান্তে সন্ত্রাস বা বিস্তারবাদ যেটাই হোক না কেনো; দুটোর বিরূদ্ধেই লড়াইয়ের সক্ষমতা রাখে ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply