ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

|

ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সংক্রমণের সংখ্যাও ২৫ লাখ অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬২ হাজার ২৩৯ জন। মৃত্যু হয়েছে ৯৪৬ জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে কোভিডে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে কোভিড মৃত্যুহার ৩.৫ শতাংশ। আর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, ভারতে কোভিডে জাতীয় মৃত্যুর হার ১.৯ শতাংশ।

কোভিড সংক্রমণের নিরিখে ভারত বিশ্ব ক্রম তালিকায় তিনে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। এই দুই দেশে করোনায় মৃত্যুহার ভারতের থেকে বেশি।

গতকাল শনিবারের হিসাব অনুযায়ী, ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৫ লাখ ৮৭ হাজার ৮৭২। মৃত্যু হয়েছে ৫০ হাজার ৭৯ জনের।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply