বৈরুত বন্দর বিস্ফোরণকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে লেবানন পৌঁছেছে এফবিআই’র গোয়েন্দা দল। বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্ক বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেল।
শনিবার বন্দর এলাকা পরিদর্শনে যান তিনি। তিনি বলেন, পূর্ণাঙ্গ-বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত নিশ্চিতে কাজ শুরু করতে যাচ্ছে মার্কিন গোয়েন্দা দল এফবিআই। তবে বিশ্বের আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য অবশ্যেই রাজনৈতিক সংস্কার জরুরি দেশটিতে।
তিনি আরও জানান, নিশ্চয়তা ছাড়া লেবানিজ অর্থনীতির উন্নয়নে ঋণ সহায়তা দিতে নারাজ দাতাগোষ্ঠীগুলো। অনুসন্ধান কার্যক্রমে এরইমধ্যে যোগ দিয়েছেন ফরাসি গোয়েন্দারা।
৪ আগস্ট বৈরুত বন্দরে ঘটে মর্মান্তিক বিস্ফোরণ। বলা হচ্ছে, বন্দরের গুদামে মজুদকৃত দু’হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটই এর জন্য দায়ী। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুইশত মানুষ; গৃহহীন ৩ লাখের বেশি।
ইউএইস/
Leave a reply