সোমালিয়ার রাজধানীতে একটি বিলাসবহুল হোটেলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় প্রাণ গেছে ১৭ জনের। রোববার রাতের বিস্ফোরণ-গোলাগুলিতে আরও ২৮ জন আহত হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, সমুদ্র উপকূলবর্তী হোটেল প্রাঙ্গনে প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর অতিথি এবং হোটেলের কর্মকর্তাদের জিম্মি করে। এসময় সেনাবাহিনীর সাথে প্রায় তিন ঘণ্টা চলে গোলাগুলি। নিহতদের মধ্যে রয়েছেন দুই সরকারি কর্মকর্তা, হোটেলের তিন নিরাপত্তাকর্মী, চার বেসামরিক। বাকিদের এখনো শনাক্ত করা যায়নি।
ধারণা করা হচ্ছে, এদেরমধ্যে হামলাকারীরাও রয়েছে। হোটেল সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা; চলছে তল্লাশি। স্থানীয় হাসপাতালে আহতদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ১৯৯০ সাল থেকেই দেশটিতে সক্রিয় আল-শাবাব।
Leave a reply