ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের শঙ্কায় ভারতের দুটি জেলায় রেড অ্যালার্ট

|

ভারতের মহারাষ্ট্রে ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কায় দুটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সোমবার এ তথ্য জানায় জাতীয় আবহাওয়া অধিদফতর।

আজই ওড়িষা ও তেলেঙ্গানায় প্রাকৃতিক দুর্যোগে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে, রাজধানী নয়াদিল্লি এবং ভারতের উত্তরাঞ্চলে কমে এসেছে বৃষ্টিপাত। দিল্লিতে তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। রাজধানী ও আশপাশের এলাকায় আরও দু’দিন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

এদিকে, ধীরে হলেও উন্নতি হচ্ছে আসামের বন্যা পরিস্থিতির। তবে, দুর্ভোগ বাড়ছে বিহারে। রাজ্যটির ১৬ জেলায় পানিবন্দি সোয়া ৮ কোটির মতো বাসিন্দা, প্রাণ হারিয়েছে ২৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, চলতি বছর প্রাকৃতিক দুর্যোগে ৭৮০ মানুষের মৃত্যু দেখলো ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply