কাদায় বসে শাঁখ বাজালেই করোনা মুক্তি! আজব দাবি বিজেপি নেতার

|

কাদায় বসে শাঁখ বাজালেই দূরে থাকবে করোনা। এমন আজব করোনা মুক্তির ঔষধ দিলেন ভারতের বিজেপি সংসদ সদস্য সুখবীর সিং জৌনপুরিয়া। তার এমন বক্তব্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে যায়। সংবাদ প্রতিদিন।

রাজস্থানের সাওয়াই মাধোপুরের এই বিজেপি সংসদ সদস্য ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, সারা শরীরে কাদা মেখে শাঁখ বাজাচ্ছেন তিনি। এরপরই তিনি বলেন ‘‌এই সময় কিডনি ও ফুসফুসের কার্যকারিতা যাচাই করা দরকার। আর তাই শাঁখ বাজাতে হবে। করোনার বিরুদ্ধে লড়তে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর ওষুধ খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে প্রাকৃতিক উপায়ে। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তে হবে। কাদায় বসে পড়তে হবে। সাইকেল চালাতে হবে। শাঁখ বাজাতে হবে। দেশি খাবার খেতে হবে। তা হলেই আর ওষুধ খেতে হবে না।

এরআগে ভাবিজি পাঁপড়ে সারবে করোনা এমনই দাবি করেছিলেন ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল। এর কিছুদিন পর করোনা পজেটিভ হয়েছিলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply