বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি কিছুটা কমেছে

|

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি কিছুটা কমেছে

বিশ্বে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণহানি কিছুটা কমেছে। নতুন করে আরও ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। নতুন শনাক্ত ১ লাখ ৯০ হাজারের কাছাকাছি। মোট প্রাণহানি ৭ লাখ ৭৭ হাজার। আক্রান্ত সোয়া দুই কোটির বেশি।

দৈনিক হিসাবে, সর্বোচ্চ মৃত্যু আর রোগী শনাক্ত হলো ভারতে। ৮৮০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়ালো অর্ধলক্ষের ঘর। ২৪ ঘণ্টায় ৫৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয় দেশটিতে।

সোমবার দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৫ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। তবে যুক্তরাষ্ট্রে কমেছে প্রাণহানি ও সংক্রমণ। একদিনে ৫৪১ জনের মৃত্যু দেখেছে দেশটি। আর নতুন করে শনাক্ত হয়েছে প্রায় ৪০ হাজার রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply