পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ক্যালিফোর্নিয়ায়

|

পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ক্যালিফোর্নিয়ায়

পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। রোববার রাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের একটি স্থানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এ যাবৎকালের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড।

এরআগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ক্যালিফোর্নিয়ার এই ডেথ ভ্যালি নাশনাল পার্কে। ২০১৩ সালে স্থানটির তাপমাত্রা ছিলো ৫৪ ডিগ্রি সেলসিয়াস। প্রায় এক শতাব্দী আগে এই স্থানের তাপমাত্রা ৫৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো বলে জানা যায়। তবে সেই তাপমাত্রা পরিমাপে ভুল ছিলো বলে দাবি বিশেষজ্ঞদের।

এদিকে তীব্র দাবদাহের কারণে শনিবার ক্যালিফোর্নিয়ায় একটি বিদ্যুৎ কেন্দ্র বিকল হলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে অঞ্চলটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply