ক্যালিফোর্নিয়ায় দাবানল: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত পাইলট

|

ক্যালিফোর্নিয়ায় দাবানল: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত পাইলট

ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। কোলিঙ্গা শহরের কাছে এ ঘটনা ঘটে। নিহত পাইলটই পানিবাহী ওই হেলিকপ্টারে একমাত্র আরোহী ছিলেন। খবর- হিন্দুস্থান টাইমস।

মার্কিন অঙ্গরাজ্যটিতে শত শত জায়গায় অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্নর গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেন, আমাদের অভিজ্ঞতায় এমন আগুন অনেক বছর দেখিনি। তিনি আরও বলেন, রাষ্ট্রের বাইরে থেকে ৩৭৫টি ফায়ার ইঞ্জিনের জন্য অনুরোধ করেছিলেন।

এদিকে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে ইতিমধ্যে পার্শ্ববর্তী সান ফ্র্যান্সিসকোতে সরিয়ে নেয়া হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে পড়েছে এক লাখ বাসিন্দার ভ্যাকাভিল শহর। ঘরবাড়ি খালি করতে দরজা থেকে দরজায় গিয়ে সতর্কবাণী দিচ্ছেন কর্মকর্তারা।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভ্যাকাভিলেতে ইতিমধ্যে ৫০টির মতো স্থাপনা আগুনে পুড়ে গেছে। আরও ৫০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply