ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৪ হাজার

|

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৪ হাজার

করোনাভাইরাসের সংক্রমণের উঠতির ধারা থামছেই না ভারতে। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে দেশটিতে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ হাজার জন মানুষের।

এদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৬৭২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এতে করে সরকারি হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৮ লাখ। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৯৭ জনের। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার।

এশিয়ার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে সবার ওপরে ভারত। আর আক্রান্তের বৈশ্বিক তালিকায় অবস্থান তৃতীয়। তাদের ওপরে থাকা দেশ দুটি হলো যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply