চীনে বন্যা পরিস্থিতির আরও অবনতি

|

চীনে বন্যা পরিস্থিতির আরও অবনতি

চীনে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। দেশটির সর্ববৃহৎ বুদ্ধমূর্তির পাদদেশে চলে গিয়েছে বন্যার পানি। ১৯৪০ দশকের পর এ প্রথম মূর্তিটির পায়ের কাছে বন্যার পানি দেখা গেল। খবর- আল জাজিরা।

অষ্টম শতকে সিচুয়ান প্রদেশের চেংদুর কাছে একটি পাহাড় খোদাই করে বৃহতাকার এই বুদ্ধমূর্তিটি তৈরি করা হয়। ৭১ মিটার উঁচু বুদ্ধমূর্তিটি জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। স্বাভাবিক পানির সীমা থেকে অনেক উঁচুতে বুদ্ধমূর্তিটির অবস্থান। তবে অঞ্চলটিতে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বন্যা পরিস্থিতি ধারণ করেছে। ইতিমধ্যে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

চীনে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ এই বুদ্ধমূর্তি। পার্শ্ববর্তী ইয়াংজি নদী এবং বিখ্যাত তিন গিরি জলধারায় নৌভ্রমণ উপভোগ করে থাকে পর্যটকেরা। তবে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এর মধ্যে ১৮০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে।

স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত বিশ্বাস, যদি বুদ্ধমূর্তিকে বন্যার পানি ছুঁয়ে ফেলে তাহলে ১৬ মিলিয়ন জনসংখ্যার পুরো চেংদুতে বন্যা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply