রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক এবং দেশটির বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই ৪৪ বছর বয়সী নাভালনিকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
নাভালনির মুখপাত্র কিরা ইয়ার্মিশ টুইট বার্তায় বিষ প্রয়োগের শঙ্কা জানিয়েছেন। বর্তমানে কোমায় আছেন বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকালে বিমানে করে টোমাস্ক থেকে মস্কো ফিরছিলেন নাভালনি। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিমানটিকে দ্রুত ওমাস্কে অবতরণ করানো হয়।
মুখপাত্র ইয়ার্মিশ আরও জানান, সকালে নাভালনি শুধু চা পান করেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই গরম চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেয়া হয়েছে বলে সন্দেহ করছেন চিকিৎসকরা।
ইউএইস/
Leave a reply