স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে জার্সি বদল করায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা নিয়ে শংকা কেটে গেছে পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের। ইংলিশ সংবাদমাধ্যম দ্যা সান জানিয়েছে এই মুহুর্তে বিষয়টি নিয়ে তদন্তে যাচ্ছে না ইউরোপিয়ান ফুটবল সংস্থা।
সেমিফাইনালে লাইপজিগের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ৫০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে পিএসজি। তবে ম্যাচ শেষে লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলিয়ে করোনাভাইরাস প্রোটোকল ভেঙ্গে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েন।
তবে দ্যা সান জানিয়েছে উয়েফা এ বিষয় নিয়ে কোন তদন্ত করতে যাচ্ছে না। তাই ফাইনালে খেলা নিয়ে আর কোন শংকা থাকলো না নেইমারের।
Leave a reply