প্রথম দিন শেষে বড় স্কোরের পথে ইংল্যান্ড। জ্যাক ক্রোলির প্রথম সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৩৩২ রান করে দিন শেষ করেছে স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানেই রোরি বার্নসকে হারায় ইংল্যান্ড। শাহিন শাহ আফ্রিদির পেসে কাটা পড়েন এই ওপেনার। তিন নম্বরে নেমে জ্যাক ক্রোলি পাকিস্তানি বোলারদের শাসন করে স্বাগতিকদের ইনিংসের হাল ধরেন।
মাঝে ডম সিবলী, জো রুট আর ওলে পোপ সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ক্রোলি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ফিফটি তুলে নেন বাটলার।
দিন শেষে ক্রোলির অপরাজিত ১৭১ আর বাটলারের ৮৭ রানের ইনিংসে ভর করে ৩৩২ রান করে দিন শেষ করে ইংল্যান্ড।
Leave a reply