কাজ করতে করতে কর্মীর মৃত্যু, ছাতা দিয়ে লাশ ঢেকে চলছে কেনাবেচা

|

কাজ করতে করতেই সুপার মার্কেটে মারা যায় এক কর্মী। ছাতা দিয়ে মৃতের দেহ আড়াল করে ওইভাবে সারাদিন চলে কেনাকাটা। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ব্রাজিলের রেসিফিকের একটি ডিপার্টমেন্টাল স্টোরে। দোকান চালু রাখতেই এমন কাজ করেছে সুপার মার্কেটের কর্তৃপক্ষ।

জানা যায়, ঘটনাটি গত ১৪ আগস্টের। প্রায় একসপ্তাহ পর বিষয়টি জানাজানি হলে তীব্র সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এঘটনায় ক্ষমা চেয়েছে ক্যারিফোর ব্রাজিল নামে ওই সুপারমার্কেটের কর্তৃপক্ষ। এবং কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তি স্টোরের সেলস ম্যানেজার ছিলেন। ঘটনার দিন তিনি হঠাৎ কাজ করতে করতে অসুস্থ হয়ে মাটিতে লুটিতে পড়েন। অ্যাম্বুলেন্স আসার আগেই মারা যান ওই কর্মী। পুলিশ আসার আগে লাশ সরানো সম্ভব ছিল না তাই দোকানের বাকি স্টাফরাই ছাতা ও কার্ডবোর্ড দিয়ে দেহটি ঢেকে দেয়।

উল্লেখ্য, এর আগেও বিতর্কে জড়িয়েছিল এই সুপার মার্কেটের নাম। ২০১৮ সালে ক্যারিফোর ব্রাজিলের সাও পাওলো শাখায় একটি রাস্তার কুকুরকে রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply