ছ’ফুটের অ্যালিগেটরকে গিলে খাওয়ার চেষ্টা অ্যানাকোন্ডার! (ভিডিও)

|

ছ’ফুটের অ্যালিগেটরকে গিলে খাওয়ার চেষ্টা অ্যানাকোন্ডার

প্রায় ছ’ফুট লম্বা অ্যালিগেটরকে গিলে খাওয়ার চেষ্টা করছে বিশালাকার একটি অ্যানাকোন্ডা। সম্প্রতি এ রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চমকে যাচ্ছেন নেটাগরিকরা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। খবর- আন্দবাজার পত্রিকা।

ব্রাজিলের মানাউসের পোন্টা নেগ্রায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সেখানেই প্রায় ছ’ফুট লম্বা অ্যালিগেটরটিকে নিজের শিকার বানিয়েছিল অ্যানাকোন্ডাটি। সে দেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছিল গত ৭ অগস্ট। কিন্তু ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যালিগেটরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে অ্যানাকোন্ডা। চেষ্টা করেও তার কবল থেকে নিজেকে মুক্ত করতে পারছে না অ্যালিগেটরটি। সেখানে উপস্থিত স্থানীয়রা দড়ি দিয়ে দুই সরীসৃপকে আলাদা করার চেষ্টা করছেন।

জানা গিয়েছে, অ্যানাকোন্ডার হাত থেকে অ্যালিগেটরকে রক্ষা করতে সফল হয়েছিলেন সেখানকার বাসিন্দারা। যদিও এই কাজ খুশি করতে পারেনি নেটাগরিকদের একাংশকে।

তাদের কেউ বলেছেন, প্রকৃতির মধ্যে মানুষের নাক গলানোর কী দরকার?

আবার কেউ বলেছেন, খাদ্যশৃঙ্খলের প্রক্রিয়াকে সম্মান দেখানো উচিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply