বেলারুশ সীমান্তে সেনা মোতায়েন করেছে ন্যাটো- বেরারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সামরিক জোটটির।
তবে, চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ন্যাটো। পাশাপাশি মিত্র দেশগুলোর নিরাপত্তায় প্রস্তুত রয়েছে বলেও জানান মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
এর আগে, পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্তে সামরিক মহড়া চালায় বেলারুশ। সেসময়ই, ন্যাটোর বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন।
উল্লেখ্য, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশটিতে চলছে বিক্ষোভ-সমাবেশ।
Leave a reply