মালিতে সেনা নিয়ন্ত্রিত সরকারের সাথে আংশিক সমঝোতায় পৌঁছেছে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট। দেশটিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফেরাতে করছে মধ্যস্থতার চেষ্টা।
রাজধানী বামাকোতে সোমবারও হবে বৈঠক। এতে থাকবেন সামরিক সরকারের প্রধান কর্নেল আজিমি গোইতা এবং আঞ্চলিক জোটের নেতা সাবেক নাইজেরীয় প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। চুক্তির কয়েকটি দফায় সমঝোতার কথা নিশ্চিত করেছে উভয় পক্ষই। এসবের বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
তবে জানা গেছে, আলোচনা হচ্ছে পদত্যাগী প্রেসিডেন্ট ইব্রাহিম বুউবাচার কেইতার ভবিষ্যত নিয়েও। সরকারবিরোধী আন্দোলনের মধ্যে গেলো সপ্তাহেই সেনা অভ্যুত্থান হয় মালিতে।
Leave a reply