ভূমধ্যসাগরে নৌকায় ভেসে থাকা অবস্থায় ৯৭ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

|

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ৯৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। জার্মানির বেসরকারি সাহায্য সংস্থা ‘সি-ওয়াচ’র সহায়তায় এদের উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, শনিবার একটি রাবারের নৌকায় ভেসে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী এবং ৩৭ জন শিশু। উদ্ধারের পরপরই তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এসব মানুষ ইউরোপের পথে যাত্রা করেছিলেন। এরআগে উপকূলের একই এলাকা থেকে ৪৫ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করে জাতিসংঘ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply