চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত মানববন্ধনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বাঁশখালি মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে কোতয়ালী থানায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের স্বজন জহির উদ্দিন বাবর। এছাড়া মামলায় চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্যের এপিএসকে-ও অভিযুক্ত করা হয়েছে।
এরআগে, সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সামনে মানববন্ধনে এই হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। আয়োজকরা জানান, সম্প্রতি বাঁশখালীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়নি।
এছাড়া বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যও দেন। এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে হঠাৎ একদল তরুণ লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আহত হন মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ১২ জন। এরপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সংগঠনটির নেতাদের অভিযোগ, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অনুসারীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
Leave a reply