ফুড সাপ্লিমেন্টসহ নিষিদ্ধ ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ইনসুলিন বিক্রির করায় আলশেফা ফার্মেসি ও হেলথ অ্যান্ড হাইজিন নামে দুটি প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে মোহম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় লাইসেন্সবিহীন আলশেফা ফার্মেসি ও হেলথ অ্যান্ড হাইজিনে ওষুধ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালায় র্যাব-২।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ওষুধ প্রশাসনের লোগো দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতো ফার্মেসিটি। এছাড়া কেএন-৯৫ মাস্ক চীন থেকে আমদানির কথা বলে বিক্রি করলেও আমদানি করার কোনো কাগজ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
ইউএইচ/
Leave a reply