রাজধানীর রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম হাসপাতালে অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুর সাড়ে ১২টা থেকে এই অভিযান চলছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এখন পর্যন্ত রোগ পরীক্ষায় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও টেস্টিং কিট পাওয়া গেছে। লাইসেন্স ছাড়াই ব্লাড কালচার পরীক্ষা করতো হাসপাতালটি।
এটি আংশিক কোভিড হাসপাতাল হওয়ায় করোনা শনাক্তে নমুনাও সংগ্রহ করতেন তারা। এ বিষয়ে কোনো অসঙ্গতি আছে কী না সে বিষয়টি এখন ক্ষতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হাসপাতালের অন্যান্য বিভাগেও অভিযান চালাবে র্যাব।
Leave a reply