ক্রিকেট ইতিহাসের প্রথম পেস বোলার হিসেবে টেস্টের সাদা পোশাকে ৬০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন।
মঙ্গলবার সাউদাম্পটন টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান অধিনায়ক আজহার আলীর উইকেট শিকারের মধ্য দিয়ে নতুন এ রেকর্ড গড়েন অ্যান্ডারসন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৮০০ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন।
টেস্টের অভিজাত ফরম্যাটে উইকেট শিকারের দিক থেকে অ্যান্ডারসনের অবস্থান চারে। তার চেয়ে মাত্র ১৯ উইকেট বেশি শিকার করে তিন নম্বর পজিশনে রয়েছেন ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে।
ইউএইচ/
Leave a reply