শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জনের মধ্যে আবারও জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দেন তিনি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মহামারি মোকাবেলায় প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা। বৃহস্পতিবার আঘাত হানতে যাওয়া টাইফুন বাভির ক্ষয়ক্ষতি ঠেকাতেও নির্দেশনা দেন তিনি। কয়েকদিন ধরেই কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের খবর দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। একটি খবরে এমনও দাবি করা হয়, তিনি কোমায় আছেন। তার বোন সরকার চালাচ্ছেন বলেও দাবি করে কিছু সংবাদপত্র।
Leave a reply