সাবরিনার দুই এনআইডি কার্ড: নির্বাচন কমিশনকে দুদকের চিঠি

|

সাবরিনার দুই এনআইডি কার্ড: নির্বাচন কমিশনকে দুদকের চিঠি

ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে ডা. সাবরিনার দুইটি এনআইডি কার্ড সচল রাখার বিষয়টি ক্ষতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নির্বাচন কমিশন বিষয়টি গণমাধ্যমকে নিশ্টিত করেন। জানানো হয়, ডা. সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। একটিতে ভোটার হন সাবরিনা শারমিন হোসেন নাম দিয়ে। সেখানে জন্ম তারিখ ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। দুটি আইডিতে বয়সের ফারাক পাঁচ বছর। একটিতে স্বামীর নাম আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম আরিফুল চৌধুরী। একটিতে বাবার নাম সৈয়দ মুশাররফ হোসেন ও মায়ের নাম কিশোয়ার জেসমীন অপরটিতে মা-বাবার নাম পরিবর্তন করে সৈয়দ মুশাররফ হসেন ও জেসমিন হুসেন দিয়েছেন। বদল করেছেন ঠিকানাও, একটিতে মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিং সোসাইটির ঠিকানা অন্যটিতে বাড্ডা এলাকার প্রগতি সরণির আনোয়ার ল্যান্ডমার্কের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

আইন অনুযায়ী ইচ্ছাকৃত মিথ্যা তথ্য বা ঘোষণা দিয়ে ভোটার হলে ৬ মাস কারাদণ্ড, অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply