আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে, আকস্মিক বন্যায় প্রাণ গেছে শিশুসহ শতাধিক মানুষের। বুধবার ভোরে হঠাৎ বানের ঢল নামে চারিকার শহরে।
ঘুমিয়ে ছিলেন বলে, প্রাণে বাঁচারও সুযোগ পাননি বাসিন্দারা। বন্যায় বিধ্বস্ত হয়েছে পাঁচ শতাধিক বাড়িঘর। আহত হয়েছে বিপুলসংখ্যক মানুষ। নিখোঁজ অনেকে। ধ্বংসস্তুপের মাঝেও আটকে পড়েছেন অনেক মানুষ।
এদিকে জীবিতদের সন্ধান ও উদ্ধারে চলছে অভিযান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন জানিয়েছে।
এছাড়া দুর্যোগকবলিতদের আশ্রয় ও খাদ্য নিশ্চিতে জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
Leave a reply