নীলফামারীর সৈয়দপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

|

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় গোটা দেশে ১০ লাখ বিভিন্ন প্রজাতির চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন পচা নালা পারে চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।

আম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এসময় পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রাকৃতিক দুর্যোগের কারণে চারা রোপণ কর্মসূচি কিছুটা ব্যাহত হলেও দেশের ৬৪ জেলায় এ কর্মসূচি অব্যাহত রয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশের মানুষ দীর্ঘমেয়াদী এর সুফল ভোগ করবে বলে জানান এই কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply