ভূমধ্যসাগর থেকে ১৮০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

|

ভূমধ্যসাগরে পৃথক অভিযান চালিয়ে কমপক্ষে ১৮০ অভিবাসনপ্রত্যাশীকে রক্ষা করলো উদ্ধারকারী জাহাজ এমভি লুইস মিশেল। শনিবার ইতালির ল্যাম্পাডুসা বন্দরে তাদের নিয়ে আসা হয়। কিন্তু নৌকাডুবীতে প্রাণ হারান একজন। বেশিরভাগই নারী ও শিশু।

জনপ্রিয় ব্রিটিশ শিল্পী ব্যাঙ্কসি এই উদ্ধারকারী জাহাজটি জনসেবায় দান করেছেন। তার অভিযোগ, ৪৮ ঘণ্টা আগে বিপদ সংকেত পাঠানোর পরও অভিবাসনপ্রার্থীদের সহযোগিতায় যায়নি কোন জাহাজ। চলতি মাসেই, ধারাবাহিক টুইটবার্তায় ইইউ’র অভিবাসন নীতির কঠোর সমালোচনা করে জাহাজটি। ক্রুদের দাবি বারবার আবেদন জানানোর পরও ইতালি ও মাল্টা বন্দরে নোঙ্গরের অনুমতি পাননি তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply