রাজশাহী মেডিকেলে রোগীর মৃত্যু নিয়ে চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতি

|

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু নিয়ে চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৪৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে নিহত রোগীর ছেলে রাকিবুলকে আটক করেছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, হৃদরোগের আক্রান্ত হয়ে সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা পারুল বেগম। এরপর তাকে ৪৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর পর ছেলে রাকিবুল ওই ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবীশ চিকিৎসকদের ওপর চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

হাসপাতাল প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এসে রাকিবুলকে আটক করে। এনিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হাসপাতাল প্রাঙ্গনে প্রবেশ করতে বাধা দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply