স্কুলের বেতন কমাতে অভিভাবকদের বিক্ষোভ

|

করোনাকালীন আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে রাজধানীর গ্রিন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকরা বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গ্রিন স্কয়ারে অবস্থিত এই স্কুলের সামনে গ্রিন রোডে সকাল ১১টায় অভিভাবকরা মিছিল করেন।

এর আগে টিউশন ফি ৫০ ভাগ কমানোর দাবিতে গত ১২ জুলাই স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহার কাছে স্মারকলিপি দিয়েছিলেন তারা। ২৬ আগস্ট স্কুলে অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে গ্রিন রোডে শতাধিক অভিভাবক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ওয়াইডব্লিউসিএ স্কুল প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অভিভাবকরা দাবি করেন, করোনার মহামারিতে দেশের অন্যান্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কারও মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। এ অবস্থায় স্কুলের বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।
সমাবেশে স্কুলের অধ্যক্ষ ও প্রধান শিক্ষিকা অভিভাবকদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply