দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও আগের চেয়ে ভালো সাড়া দিচ্ছেন; বিশেষজ্ঞ দল তাকে ফিজিও থেরাপি দিচ্ছেন। তার বাম পাশটা (হাত এবং পা) এখনো অবশ।
তবে ওয়াহিদা খানম একেবারেই স্বাভাবিক জীবনে ফিরবে কি না তা এখনি বলা যাচ্ছে না। ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে কিছুটা বলা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সকালে, নিউরো সায়েন্স হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এই মুহুর্তে দেশের বাইরে নেয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। তার চিকিৎসার জন্য ৮ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে। সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
Leave a reply