গ্যাসের লাইনের ওপর কীভাবে মসজিদ নির্মাণ হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের দুর্ঘটনায় আহতদের বিষয়ে প্রতিনিয়তই খোঁজ রাখছেন বলেও জানান তিনি। দুপুরে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, অপরিকল্পিভাবে কিছু গড়ে তোলা হলে সেখানে দুর্ঘটনা ঘটার শঙ্কা বেশি থাকে। যেখানে সেখানে গড়ে উঠা মসজিদগুলোর অনুমতির বিষয় খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারায়াণগঞ্জে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করেছি।
নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারে প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী স্মরণ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুনের কথা। কথা বলেন, বিডিআর বিদ্রোহ প্রসঙ্গেও।
প্রধানমন্ত্রী বলেন, যারা ক্ষমতায় যেতে পারেনি,তাদের মদদেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিলো।
Leave a reply