বেলারুশে প্রেসিডেন্ট বিরোধী গণ-আন্দোলন গড়ালো পঞ্চম সপ্তাহে। রোববার বিক্ষোভ থেকে কমপক্ষে ১৩০ জনকে আটক করা হয়।
করোনা শিষ্টাচার উপেক্ষা করে রাজধানী মিনস্কেই বিক্ষোভ মিছিলে শামিল হন ১০ হাজারের মতো মানুষ। প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘেরাও করে তারা। জোরালো দাবি তোলে, অবিলম্বে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের। অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের উত্তাপ।
আন্দোলনের অন্যতম কাণ্ডারি মানবাধিকারকর্মী ওলগা কোভালকোভার অভিযোগ, কারাদণ্ডের হুমকি দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। ১৯৯৪ সালে ক্ষমতা গ্রহণের পর, ২৬ বছর ধরে বেলারুশ শাসন করছেন লুকাশেঙ্কো। গেলো মাসের নির্বাচনে একচেটিয়া জয়ের ঘোষণা দিলেই ক্ষোভে উত্তাল হয়ে উঠে বেলারুশ।
Leave a reply