যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল থেকে হেলিকপ্টারের মাধ্যমে ১৬৩ পর্যটককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, তাদেরমধ্যে ২০ জন গুরুতর অগ্নিদগ্ধ। সংকটাপন্ন অবস্থায় স্থানীয় ফ্রেশনো হাসপাতালে চিকিৎসা চলছে।
ক্যালিফোর্নিয়াতে রেকর্ড দাবদাহ চলছে। তাপমাত্রা পৌঁছেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। গেলো ১৫ আগস্ট থেকে প্রায় এক হাজার জায়গায় শুরু হয় দাবানল। শুক্রবার থেকে ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে আগুন। তাতে, আটকা পড়েন নিকটবর্তী একটি ক্যাম্পে থাকা পর্যটকরা।
প্রথমে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে, সামরিক হেলিকপ্টারের সহযোগিতা নেয়া হয়।
Leave a reply