প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম এবং ভারতীয় সেনাবাহিনীর বিরূদ্ধে গুলি ছোড়ার অভিযোগ আনলো চীন। সোমবার, পিপলস লিবারেশন আর্মির পক্ষ থেকে এ সংক্রান্ত বিবৃতি আসে।
জানানো হয়, লাদাখ অঞ্চলে প্যাংগং হ্রদের দক্ষিণ তীর এবং শেনপাও পার্বত্য এলাকায় সম্প্রতি বিনা অনুমতিতে প্রবেশ করে ভারতীয় জওয়ানরা। শুধু তাই নয়, টহলরত চীনা সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়ে। একে মারাত্মক উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে বেইজিং।
দেশটির হুঁশিয়ারি, অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিকের উদ্যোগ না নিলে মোক্ষম জবাব পাবে প্রতিবেশীরা।
পাল্টা জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গেলো কয়েক সপ্তাহে অন্তত দু’বার প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছিলো জওয়ানরা। কিন্তু, দু’পক্ষের মধ্যে সরাসরি কোন সংঘাত হয়নি। গেলো মে মাসে সহিংসতায় ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর থেকেই দু’দেশের মধ্যে চলছে সীমান্ত উত্তেজনা।
Leave a reply