জিম প্রশিক্ষককে ৭৩ লাখ টাকা মূল্যের উপহার ‘বাহুবলী’ প্রভাসের!

|

জিমের প্রশিক্ষককে উপহার হিসেবে ৭৩ লাখ টাকার একটি রেঞ্জ রোভার দিয়েছেন দক্ষিণ ভারতের বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, প্রাক্তন বডিবিল্ডার, বর্তমানে প্রভাসের জিম ট্রেনার লক্ষ্মণ রেড্ডিকে অভিনেতা উপহার দিয়েছেন একটি রেঞ্জ রোভার। যার বাজার মূল্য ৭৩ লক্ষ ৩০ হাজার টাকা। রয়েছে অত্যাধুনিক সব ফিচার।

এ কথা প্রকাশ্যে আসতেই প্রভাস ফ্যানেরা প্রশংসায় পঞ্চমুখ। নিজের জন্য কিনলেও কোনো অভিনেতাকে সচরাচর এমনটা করতে দেখা যায়নি এর আগে। প্রভাস যদিও এ নিয়ে নিরুত্তাপ।

অন্যদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই রাধা কৃষ্ণ কুমারের ‘রাধে শ্যাম’-এর শুট শুরু করতে চলেছেন অভিনেতা। দিন কয়েক আগে রাধে শ্যামের পরিচালক লেখেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও শুট শুরু করতে চলেছি। খুবই উত্তেজিত গোটা টিম।’ ওই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply