উয়েফা নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বেলজিয়াম ও ফ্রান্স। আইসল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের বড় জয় ফ্রান্সের।
ঠিক যেনো রাশিয়া বিশ্বকাপ ফাইনালের পুনঃমঞ্চায়ন। ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় ফ্রান্সের। যদিও দেজান লোভরেনের গোলে ম্যাচের শুরুতে লিড নেয় ক্রোয়েশিয়া। ৪৩ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান আঁতোয়ান গ্রিজম্যান।
প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক লিভাকোভিচের আত্মঘাতী গোলে লিড ২-১ করে ফরাসিরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়োসিপ ব্রেকালোর গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ৬৫ মিনিটে দাইয়ু উপামিকানোর গোলে আবারও এগিয়ে যায় ফ্রান্স। ৭৭ মিনিটে অলিভার জিরুর করা স্পটকিক গোলে ৪-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইউএইচ/
Leave a reply