শেষ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় পেয়েছে অস্ট্রেলিয়া

|

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় ২-০ তে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।

সাউদাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টম ব্যান্টনের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর জনি বেয়ারস্টো ও ডেভিড মালানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ইংল্যান্ডের। ২১ রান করে এডাম জাম্পার শিকারে পরিণত হন মালান। থিতু হতে পারেননি বিলিংস ও ক্রিস জর্ডান। তবে বেয়ারস্টোর ৫৫ রানে ১৪৫ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

আদিল রশিদ ৩ উইকেট শিকার করলেও ৫ উইকেটের সহজ জয় পায় অজিরা। সর্বোচ্চ ৩৯ রান আসে অ্যারন ফিঞ্চ ও মিশেল মার্শের ব্যাট থেকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply