ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় যে-ই জড়িত থাকুক, ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সংসদে চাঁপাইনবাবগঞ্জের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশিদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী।
সদস্যদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের উপর এমন হামলা গর্হিত কাজ। এই ঘটনায় দলীয় পরিচয় মুখ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেও কোনো ঘাটতি নেই বলে জানান প্রধানমন্ত্রী।
সংসদ সদস্যরা যেনো সন্ত্রাসীদের আশ্রয় না দেয়, সে বিষয়ে সর্তক থাকতে সকলের প্রতি আহবানও জানান প্রধানমন্ত্রী।
ইউএইচ/
Leave a reply