বিশ্বে করোনা ভ্যাকসিন বণ্টন করতে লাগবে আট হাজার জাম্বো জেট

|

বিশ্বে করোনা ভ্যাকসিন বণ্টন করতে লাগবে আট হাজার জাম্বো জেট

বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিত করা হবে, বিমান খাতের এযাবৎকালের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যা মোকাবেলায় দরকার হবে, বোয়িং ৭৪৭-এর সমপর্যায়ের আট হাজার জাম্বো জেট।

আন্তর্জাতিক বিমান পরিবহণ অ্যাসোসিয়েশন আইএটিএ (IATA) জানিয়েছে, বিশ্বের প্রতিটি মানুষের জন্য একটি করে ডোজ হিসেবে নির্ধারণ করা হয়েছে এ সংখ্যা। এখন পর্যন্ত করোনাভাইরাসের সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কার হয়নি। কিন্তু এরই মধ্যে সম্ভাব্য টিকার শত-কোটি ডোজ দেশে দেশে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে আইএটিএ।

পরিকল্পনা প্রণয়নে যোগ দিয়েছে বিশ্বের বড় বড় বিমান সংস্থা, বিমানবন্দর, স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংগঠন এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply