“মানবতার তরে যদি নিয়োজিত হতে চান, সুস্থ শরীর মনে করুন রক্তদান” এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০০ তরুণ-তরুণীর সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় তরুন প্রজন্মকে রক্তদানে এগিয়ে আসা এবং রক্তদাতা সংগ্রহ ও রক্তদান সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য তুলে ধরা হয়। আজ শুক্রবার কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা: শাহীন আব্দুর রহমান। এসময় সংগঠনের কর্মকর্তা আশরাফুল হাসান রিশাদ, জাহাঙ্গীর আলম জ্যাক, মুজাহিদ আলী, এপোলো বড়ুয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
Leave a reply