বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ বাচ্চু হাওলাদার (৪০) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে শহরে ঢুকে পড়লেও শেষ রক্ষা হয়নি তার। মোংলা শহরের শেলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
আটক বাচ্চু মোংলার কুমারখালী এলাকায় একটি বাসায় ভাড়া থাকে। সে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রামপাল স্টোরের সামনে থেকে মাংসসহ বাচ্চু হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে পাওয়া ব্যাগের মধ্যে ১০ কেজি হরিণের মাংসসহ হরিণের মাথা এবং পা পাওয়া যায়।
সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল বলেও জানান ওসি।
Leave a reply