বিগত ১৫ বছর কোনও পুরুষ সাপের সংস্পর্শে না এসেও আমেরিকার এক চিড়িয়াখানায় ৬২ বছরের স্ত্রী পাইথন ডিম দিয়েছে। এই ঘটনা মিসৌরির সেন্ট লুইস চিড়িয়াখানার। এরপরই এই অদ্ভুত ঘটনা নিয়ে গবেষণা শুরু করেছেন প্রাণিবিজ্ঞানীরা।
সাধারণত এই পাইথনগুলো চার থেকে ছ’বছর বয়স থেকে ডিম দেয়া শুরু করে। ৬০ বছর হওয়ার আগেই ডিম দেয়া বন্ধ করে দেয়। কিন্তু ৬২ বছরে ডিম দেয়ায় বিজ্ঞানীরাও আশ্চর্য হয়েছে।
এদিকে প্রাণিবিজ্ঞানীরা জানায় অস্বাভাবিক বলেও পুরুষ সঙ্গীর সংস্পর্শে না আসলেও এই জাতের পাইথনের ডিম দেওয়ার ঘটনা বিরল নয়। উৎপত্তিগতভাবে এই বল পাইথন মধ্য ও পশ্চিম আফ্রিকার বাসিন্দা। যৌন জননের পাশাপাশি অযৌন জননও করে থাকে এরা। যাকে বলে ফ্যাকালটেটিভ পার্থেনোজেনেসিস।
সরীসৃপ বিশারদ মার্ক ওয়াননারের জানান, এই প্রজাতির স্ত্রী বল পাইথন ভবিষ্যতের নিষেকের জন্য বীর্য মজুত করেও রাখতে পারে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ২০০৯-এ ডিম দিয়েছিল এই পাইথনটি। কিন্তু সেগুলি নষ্ট হয়ে যায়। তার আগে ১৯৯০-এ ডিম দিয়েছিল। সেসময় এক পুরুষ পাইথনের সংস্পর্শে এসেছিল এই পাইথনটি।
Leave a reply