কাতারে আফগান-তালেবান আলোচনা শুরু

|

কাতারের দোহায় চলছে আফগান সরকার ও তালেবানের মধ্যেকার বহুল কাঙ্ক্ষিত শান্তি আলোচনা। সোমবার নাগাদ শুরু হবে বিভিন্ন ইস্যুতে সমঝোতা।

মূল বক্তা আফগানিস্তানের ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলেশন’- এর চেয়ারপারসন আবদুল্লাহ আবদুল্লাহ, তালেবানের উপ-প্রধান মোল্লা আবদুল ঘানি বারাদার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

শান্তি স্থাপনের জন্য সশস্ত্র গোষ্ঠীটিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার পক্ষ। অন্যদিকে, তালেবানের দাবি- পূর্ণাঙ্গ ইসলামিক বিধান প্রতিষ্ঠিত হোক আফগানিস্তানে।

মধ্যস্থতাকারী কাতারের বক্তব্য, দু’দশক ধরে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতেই এ উদ্যোগ। গেলো ফেব্রুয়ারিতে বন্দি বিনিময় এবং সেনা প্রত্যাহারের শর্তে যুক্তরাষ্ট্রের সাথে মধ্যস্থতায় আসে তালেবান। বিশেষজ্ঞদের ধারনা, সক্রিয় রাজনীতি এবং দেশের ক্ষমতায় ফেরার জন্যেই তালেবানের এ উদ্যোগ।

হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, ৪০ বছরের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ ও শান্তি অর্জনের লক্ষ্য নিয়ে এখানে এসেছি। সব পক্ষের সাথে ঐকমত্যের ভিত্তিতে দীর্ঘস্থায়ী সমাধানে আলোচনায় সর্বোচ্চ আন্তরিকতা থাকবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply