নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে শিবপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত বাড়িওয়ালা তাজুল ইসলামের ছেলে শাহিন মিয়া। অভিযুক্ত ভাড়াটিয়া বাদল মিয়াকে মামলায় একমাত্র আসামি করা হয়েছে।
রোববার ভোরে পারিবারিক কলহের জের ধরে কাঠমিস্ত্রি বাদল মিয়া ছুরিকাঘাতে স্ত্রী নাজমা বেগম (৪০), বাড়ির মালিক তাজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) কে হত্যা করে।
মামলায় ইতোমধ্যেই গ্রেফতার দেখানো হয়েছে বাদল মিয়াকে। বর্তমানে নরসিংদী সদর হাসাপাতালে তার চিকিৎসা চলছে।
এদিকে গত রাতেই ময়নাতদন্ত শেষে নিহতদের নিজ গ্রাম শিবপুর উপজেলার ইটাখোলার কুমরাদী গ্রামের কবরস্থানে দফান করা হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, গতকাল রাতেই শিবপুর থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। যেহেতু অভিযুক্ত বাদল পুলিশি হেফাজতে রয়েছে তাই দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে।
Leave a reply